বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

অনিয়মের ভালোবাসা।

আমি নিশ্চুপ নিশাচর

তাকে নিয়েই আমার বাড়িঘর

আমি অসীমতট তার কাঙ্গাল

তার খামারের আমিই এক রাখাল

তার হাতের চুরির নেশাক্ত শব্দ

আমার মনকে করেছে মাতাল জব্দ

তার চোখের নিচের কালো কাজল

দেখলেই আমি প্রতিক্ষণে হই পাগল

তার চোখের মায়াবী মণী

সে আমার গল্পে সাদামাটা এক রমণী

তার মেঘের সিধি মাখা আকাশের আচল

আমার চলার পথ হয়ে যায় নির্বাক নিশ্চল

বুধবার, ২৬ মে, ২০২১

অনুভুতি

 আমরা শুধু ভালোই চাই। ভালো খাবার, ভালো সময়, ভালো অনুভূতি, ভালো বন্ধু, ভালো চাকরি, ভালো জীবনসঙ্গিনী, খারাপ পরিস্থিতি মেনে নিতে আমরা সবাই নারাজ! 

তাহলে খারাপ গুলো যাবে কোথায়? এগুলো কি আমাদের জীবনের অংশ নয়? বেছে বেছে নেওয়া মানেই আংশিক জীবন। পরিপূর্ণ জীবন তখনই হয়! যখন ভালো-খারাপ সব অনুভূতি কে আপন করে নেওয়া হয়। সবই জীবনের অংশ।